Friday, September 14, 2012

অবশেষে I Phone 5, বাজারে এলো ।

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বুধবার রাতে I Phone 5 বাজারে আনার ঘোষণা দিল অ্যাপেল।৭.৬ এম.এম. পাতলা এই মোবাইল ডিভাইস এর ওজন মাত্র ১১২ গ্রাম।অ্যালুমনিয়াম আর কাচের তৈরি এই মোবাইল আ রয়েছে ৪ ইঞ্চি ৩২৬ পিপিআই রেটিনা পর্দা যার রেজ্যুলেশন ১১৩৬x৬৪০ । ৮মেগাপিক্সেল বিশিষ্ট এই মোবাইলটি চলবে IOS 6 অপারেটিং সিস্টেম।এতে আর ব্যবহার করা হয়েছে A6 CHIP। এতে পাওয়া যাবে ৮ঘন্টা standby  টক টাইম।আইফন এর সাথে আরও পাওয়া যাবে নতুন ডিজাইন এর হেডফোন।

তবে খুব বর মাপের নতুনত্ব পাওয়া যায়নি I Phone 5 এ। স্যামসাঙ আর গালাক্সি এস২, এস৩ এবং গালাক্সি নোট এর সাথে পাল্লা দিয়ে I Phone 5 এখন কতটুকু গ্রাহক মন জয় করতে পারে এখন তাই দেখার বিসয়।