Saturday, August 18, 2012

Microsoft এর নতুন E-Mail সেবা ।


MICROSOFT  নিয়ে এলো নতুন E-Mail সেবা OUTLOOK  অনেকের মতে এটি এ হলো পৃথিবীর সবচেয়ে আধুনিক E-Mail  Service. Gmail  এর সাথে ইদানিং আর পেরে উঠছে না MICROSOFT এর  পুরাতন  Hotmail. তাই MICROSOFT এর এই নতুন উদ্যোগ। নতুন এই OUTLOOK একদম ঢেলে সাযিয়েছে Microsoft. নতুন এবং চমৎকার Interface,  সরাসরি Facebook, Tweeter এর সাথে Connect  থাকা যাবে Mail থেকে, এছারাও  Microsoft  এর সেই পুরাতন  slow  গতি থাকছে না Outlook এ বেশ দ্রুত গতি এসেছে এতে। যারা Hotmail বা  Live Mail  ব্যাবহার করেন তাদের টা Outlook  Upgrade হয়ে যাচ্ছে আর চাইলে নতুন আর একটি মেইল Account নিয়ে নিতে পারেন www.outlook.com থেকে । Service টি নতুন তাই পছন্দের নামটি বেছে নেওয়ার এখনি সময়।