Saturday, April 21, 2012

প্রতি মিনিটে ৪/৭ টি ইয়াহু মেইল তৈরি করার ম্যানুয়াল পদ্ধতি

অনেক সময় বিভিন্ন প্রয়োজনে অনেকগুলো নতুন ইমেইল একাউন্ট দরকার হতে পারে। সে ক্ষেত্রে একসাতে একাধিক ইমেইল তৈরী করা অনেক ঝামেলার। সেজন্য একসাথে অনেকগুলো আইডি খুলতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন।
* প্রথমে,  https://edit.yahoo.com/registration এই পেইজে গিয়ে ইয়াহুর ফুল ফর্ম টি ফিল-আপ করুন। Yahoo ID and Email এর ঘরে এমন একটি আইডি টাইপ করুন, যা available নয়। অর্থাৎ এমন একটি আইডি দিন যা আগে থেকেই আছে।
* এখন যে captcha টি পেইজের নিচের দিকে আছে , সেটা টাইপ করে Create my account a click করুন।  error আসবে।
* এখন পুনরায় captcha ঘরে নতুন captcha টি টাইপ করে Create my account a click করুন। পুনরায় উপরের মত error আসবে। এ কাজটি আবার করুন।
* এবার দেখুন  Captcha ‘র ঘরটি উধাও হয়ে গেছে।
* এবার , Yahoo ID and Email এর ঘরে নতুন একটি ইয়াহু ID দিন যা available  হবে, যেমন – kabirbbbb1, kabirbbbb2 এই ধরনের । এবার  Create my account a click ক্লিক করলেই একাউন্টটা create হয়ে যাবে এবং   confirmation আসবে।
* এবার confirmation পেইজে থেকেই browser এর Back button a ক্লিক করুন। দেখুন আবার সেই ফর্মটি এসেছে ,কিন্তু এবার সেই ফর্মেও কোন captcha নেই। এবার শুধু আইডি change করে করে captcha ছাড়ায় খুলতে থাকুন একের পর এক ইয়াহু আইডি।